এইস এম সাইফুজ্জামান খান :
গত ১৭ সেপ্টেম্বর বুধবার: ১৪নং ফিংড়ী ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৭ তম ঐতিহাসিক বাৎসরিক ছীরাতুননবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে, উক্ত ছীরাতুননবী (সঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির, জনাব আলহাজ্ব মাষ্টার হাবিবুর রহমান সাহেব,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান: জনাব মোঃ লুৎফর রহমান। এছাড়া আরো অনেক নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন উক্ত ছীরাতুননবী (সঃ) মাহফিলে,, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন: হজরত হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন,,চেয়ারম্যান মনোয়ার ফাউন্ডেশন ঢাকা,,দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: বিশিষ্ট আলেমেদ্বীন জনাব হজরত মাওলানা আনোয়ারুল ইসলাম অধ্যাপক এফিএস কলেজ আশাশুনি সাতক্ষীরা,,তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী,,চতুর্থ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ গোলাম রসুল আরেফিন: পেশ ইমাম ফিংড়ী কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ,, উক্ত ছীরাতুননবী (সঃ) মাহফিলে আরো অনেক দেশবরেণ্য ওলামায়ে কেরামগন তাফসির পেশ করেন, পরিশেষে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে দেশ ও জাতির জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত ছীরাতুননবী (সঃ) মাহফিল শেষ হয়।