শেখ সাদিক হোসেনঃ সাতক্ষীরা নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শামিমা পারভীন রত্না কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা সহ নানা অভিযোগ রয়েছে । রবিবার রাত ১১ টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি সামিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক করার পর রত্নাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রত্না ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক, সকলের শ্রদ্ধাভাজন আলহাজ্ব এম এ জলিল আজ সকালে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। তার জানাজার নৃমৃজ দুপুর ২টা ১৫ মিনিটে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ এ অনুষ্ঠিত হবে।