রাতের আঁধারে পালানোর সময় ১৭ বিয়ে করে সাময়িক বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে আটক করা হয়েছে। সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে করে মালামাল সরানোর সময় স্থানীয়দের হাতে আটক হন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সরকারি বাসভবন থেকে সরকারি মালামাল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি।
পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ সাময়িক বরখাস্ত বন কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়েছে। পাশাপাশি তার ট্রাকভর্তি মালামালও থানায় নেওয়া হয়েছে।
✪ MEDIA HOUSE SATKHIRA ✪ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন কৃত একাধিক মিডিয়া, ও সাতক্ষীরার আঞ্চলিক একাধিক মিডিয়ার সদস্য + মালিকপক্ষ দের নিয়ে সাতক্ষীরা মিডিয়া হাউজ পরিচালিত
Copyright © 2025 Satkhira Media House. All rights reserved.