এইস এম সাইফুজ্জামান খান:
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ড. মুফতি আখতারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনসহ মানসম্মত শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কামিল দুই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবক প্রদান করেন মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব শামসুজ্জামান (ফিকহ বিভাগ) ও জনাব মুহাদ্দিস সিরাজুল ইসলাম (হাদিস বিভাগ)। তারা ইসলামী শিক্ষা, নৈতিকতা ও আদর্শ জীবন গঠনের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছিল।
সবশেষে দোয়া-মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এতে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে কামিল শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।