SATKHIRA MEDIA HOUSE
শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. আমাদের পরিবার
  3. আমাদের লক্ষ্য
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. ঘোষণা
  8. জাতীয়
  9. তালা
  10. দেবহাটা
  11. পাটকেলঘাটা
  12. প্রেস রিলিজ
  13. বিশেষ বার্তা
  14. শ্যমনগর
  15. সম্পাদকিও

সাতক্ষীরা শ্যামনগরে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ

সাতক্ষীরা শ্যামনগরে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানার মীরগ্যাং ও আশপাশ এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ওষুধগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ওষুধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

MEDIA HOUSE SATKHIRA

ADS

সর্বশেষ - প্রেস রিলিজ