শেখ সাদিক হোসেন :
সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে সাইকেল চুরি করে পালানোর অভিযোগে জামিল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ভেতরে সাইকেল চুরির চেষ্টা করার সময় দ্বিতীয় গেটম্যান আব্দুর রাজ্জাকের তৎপরতায় ধাওয়া খেয়ে পালানোর সময় তাকে আটক করা হয় বলে জানায় আটককারীরা। তারা আরো জানায় আটককৃতের কাছ থেকে সাইকেল চুরির সরঞ্জাম ও দুটি ফোন উদ্ধার করা হয়েছে। আটক জামিল সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার জাকির হোসেন গাজীর ছেলে। কলেজ প্রশাসন আটককৃতকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
✪ MEDIA HOUSE SATKHIRA ✪ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন কৃত একাধিক মিডিয়া, ও সাতক্ষীরার আঞ্চলিক একাধিক মিডিয়ার সদস্য + মালিকপক্ষ দের নিয়ে সাতক্ষীরা মিডিয়া হাউজ পরিচালিত
Copyright © 2025 Satkhira Media House. All rights reserved.